টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১

ডেস্ক রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২১ জনে দাঁড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ১৭৩ জন।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি। এখানে প্রাণ গেছে কমপক্ষে ৯৬ জনের। এর যার ৩৬ জনই শিশু।

গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল পর্যন্ত এই অঞ্চলের কমপক্ষে ১৬১ জনের এখনও সন্ধান মেলেনি।

গ্রীষ্মকালীন ক্যাম্প ‘ক্যাম্প মিস্টিক’ জানিয়েছে, তাদের অন্তত ২৭ জন শিক্ষার্থী ও স্টাফ এই বন্যায় মারা গেছেন। এখনও ১০ জন মেয়ে ও এক ক্যাম্প কাউন্সেলর নিখোঁজ রয়েছেন।

স্থানীয়রা জানান, নদীর পানি ৪৫ মিনিটের মধ্যে ২৬ ফুট বেড়ে গিয়ে মৃত্যু ও বিপর্যয়ের মুখে পড়েন তারা। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে বহু ঘরবাড়ি, গাড়ি ভেসে গেছে।

দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউ) বলছে, শুক্রবার রাতেই অন্তত ৩০ হাজার মানুষের জন্য বন্যা সতর্কতা জারি করা হয়েছিল। তবে, স্থানীয়রা জানান, রাতের আঁধারে পরিস্থিতি এত দ্রুত খারাপের দিকে যাবে, সেটি অনেকেই বুঝে উঠতে পারেননি।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *