নোয়াখালীতে টানা বর্ষণে জলাবদ্ধতায় বেড়েছে ভোগান্তি

ডেস্ক রিপোর্ট :

নোয়াখালীতে টানা ভারি বৃষ্টিতে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে, মৎস্য ভবন, ফায়ার সার্ভিস, জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের সামনে, শহীদ ভুলু স্টেডিয়াম মাঠসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি উঠে গেছে। পাশাপাশি নিম্নাঞ্চলের বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।

এদিকে, এ ছাড়া দ্বীপ উপজেলা হাতিয়ায় ঝুঁকি নিয়ে চলছে নৌ-পারাপার। নদ-নদীর পানি বাড়তে থাকায় মানুষের মধ্যে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।

নোয়াখালী আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে নদ-নদীর পানি ১৭ সেন্টিমিটার বেড়েছে, যা এখনও বিপৎসীমার মাত্র এক সেন্টিমিটার নিচে রয়েছে। তবে বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত বছরের ভয়াবহ বন্যার অভিজ্ঞতা এখনও তাড়া করে ফেরে তাদের। এ অবস্থায় টানা বর্ষণ ও পানি বাড়তে থাকায় নতুন করে বন্যার শঙ্কায় দুর্বিষহ সময় পার করছেন তারা।

নোয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রফিকুল ইসলাম জানান, বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *