রংপুর না নিলেও গ্লোবাল সুপার লিগে খেলছেন সাকিব

ডেস্ক রিপোর্ট :
গুঞ্জন ছিল রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে অংশ নিবেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর দলে রাখেনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে রংপুর তাকে না নিলেও সংযুক্ত আরব আমিরাতের একটি ফ্র্যাঞ্চাইজি তাকে দলে ভিড়িয়েছে এবার।

১০ জুলাই থেকে শুরু হবে গায়ানা ক্রিকেট ক্লাব আয়োজিত গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। সেখানে সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি দুবাই ক্যাপিটালস দলে ভিড়িয়েছে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে সাকিবকে স্কোয়াডে যুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে দুবাই ক্যাপিটালস। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে দলে জায়গা পেয়েছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজিটি ফেসবুক পোস্টে লিখেছে, ‘কেশভ মহারাজের রিপ্লেসমেন্ট হিসেবে একজন কিংবদন্তি অলরাউন্ডার গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টিতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। দলে স্বাগতম, সাকিব।’

গত বছর ৫টি দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের ৫টি দল নিয়ে গ্লোবাল সুপার লিগ প্রথম আসর আয়োজিত হয়েছিল। দলের সংখ্য এবারও একই। ১৬ জুলাই মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও দুবাই ক্যাপিটালস। সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার নিজের সাবেক ক্লাবের মুখোমুখি হবেন সেদিন।

দুবাই ক্যাপিটালস টুর্নামেন্ট শুরু করবে ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১১ জুলাই হোবার্ট হারিকেন্স, ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে তারা।

গ্লোবাল সুপার লিগে কোনো প্লে-অফ নেই। লিগপর্বের শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল সরাসরি অংশ নিবে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৮ জুলাই। ফ্র্যাঞ্চাইজি লিগটির প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *