ডেস্ক রিপোর্ট :
পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। আজ শুক্রবার (০৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
পাবনার মাথপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজার রহমান বলেন, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের যাত্রীবাহী একটি বাস ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ববনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। আহত হয় অন্তত ১০ জন।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলো-পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী, আতাইকুলা কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply