ধান ক্ষেতে মিলল শিক্ষার্থীর মরদেহ

ডেস্ক রিপোর্ট :
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় রাস্তার পাশের ধান ক্ষেত থেকে আমেনা আক্তার (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে চর কোড়ালতলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আমেনা স্থানীয় দারুল ফায়েজ ইসলামিয়া দাখিল মাদ্রাসার দশম শ্রেণির শিক্ষার্থী এবং উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃধা কান্দি এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে আমেনা মাদ্রাসায় ক্লাস পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। তবে পরীক্ষা শেষে সে আর বাড়ি ফেরেনি। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা মাদ্রাসায় গিয়ে খোঁজ করেন। পরে বিকেল ৩টার দিকে স্থানীয়রা চর কোড়ালতলী এলাকার হাসেম হাওলাদারের ধান ক্ষেতে মানুষের পায়ের মতো কিছু দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ভেদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান ক্ষেতের পানিতে ঘাস দিয়ে চাপা দেওয়া অবস্থায় আমেনার মরদেহ উদ্ধার করে।

নিহতের চাচা কালাম ঢালী বলেন, প্রতিদিনের মতো আমেনা মাদ্রাসায় পরীক্ষা দিতে গিয়েছিল। কিন্তু খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কোনো বড় গাড়ি ধাক্কা দিয়ে তাকে হত্যা করে ধান ক্ষেতের পানিতে চাপা দিয়ে চলে গেছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, চর কোড়ালতলী এলাকার রাস্তার উত্তর পাশে একটি ধানক্ষেত থেকে আমেনা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *