ডেস্ক রিপোর্ট :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি চান গাজার মানুষ নিরাপদ থাকুক। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) তিনি এ কথা বলেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা নরকযন্ত্রণা ভোগ করছে।” খবর আনাদোলুর।
সাংবাদিকরা জানতে চান, তিনি এখনও কি চান যুক্তরাষ্ট্র গাজার নিয়ন্ত্রণ নিক? জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দেন, যা বিশ্বজুড়ে সমালোচিত হয়। এরপরও গত তিন মাসে তিনি কয়েকবার এই প্রস্তাব তুলেছেন।
এই সপ্তাহের শুরুর দিকে ট্রাম্প আশা প্রকাশ করেন, “পরের সপ্তাহের মধ্যে” গাজায় যুদ্ধবিরতি চুক্তি হতে পারে।
তিনি জানান, আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা ও ইরান নিয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক যুদ্ধবিরতির আহ্বানের সত্ত্বেও ইসরায়েলি বাহিনী অক্টোবর ২০২৩ থেকে গাজায় রক্তক্ষয়ী হামলা চালিয়ে যাচ্ছে, যাতে এখন পর্যন্ত ৫৭ হাজার ১০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply