যুদ্ধবিরতি কার্যকরের কথা জানাল ইসরায়েল

ডেস্ক রিপোর্ট :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি তখনই কার্যকর থাকবে যখন উভয় পক্ষ তা মেনে চলবে। ইসরায়েলের ওয়াল্লা সংবাদমাধ্যমকে একজন ইসরায়েলি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন। খবর টাইমস অব ইসরায়েলের।

ওই কর্মকর্তা বলেন, ‘ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যদি সব পক্ষ তা মেনে চলে, তবে এটি কার্যকর থাকবে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘোষণা করেন, ইসরায়েল ও ইরান ১২ ঘণ্টার মধ্যে ‘পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির’ বিষয়ে ‘সম্পূর্ণভাবে সম্মত’ হয়েছে। এরপরপরই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি। তবে ইসরায়েলের হামলা বন্ধ হলে তারা পাল্টা জবাব বন্ধ করা হবে। এর ইসরাইলজুড়ে বেশকিছু ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি যুদ্ধবিরতি শুরু হওয়ার খবর দেয়।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বা অন্য কোনো ইসরায়েলি কর্মকর্তার পক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ও প্রকাশ্য বিবৃতি আসেনি।

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *