ডেস্ক রিপোর্ট :
সরায়েলি সামরিক বাহিনীর হামলায় ইরানে এ পর্যন্ত নিহতের সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। মঙ্গলবার (২৪ জুন) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, ১৩ জুন ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানে অন্তত ৬০৬ জন নিহত হয়েছেন
স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, এর মধ্যে শুধু সোমবারই (২৩ জুন) ১০৭ জন প্রাণ হারিয়েছেন। যা সংঘাতের সবচেয়ে ভয়াবহ দিন ছিল।
মঙ্গলবার তেহরানে অনুষ্ঠিত এক বৈঠকে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই পরিসংখ্যান প্রকাশ করে।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের ৯৫ শতাংশ হামলার পর ঘটনাস্থলেই মারা গেছেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply