আরেক পরমাণু বিজ্ঞানী হারাল ইরান

ডেস্ক রিপোর্ট :
ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলায় সেদিঘ সাবের নামে দেশটির আরেকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে আলজাজিরা এই খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, তেহরানের শহরতলির ফেরদৌসী ও ভালি আসর এলাকার প্রধান সড়কের পাশেই বিজ্ঞানী সাবেরের ওপর হামলা হয়েছে।

গত ১৩ জুন ইসরায়েলি বাহিনী ইরানে সামরিক অভিযান শুরু করার পর থেকে এই নিয়ে ইরানের বেশ কয়েকজন শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার নিহত হলেন।

আলজাজিরাসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় অন্তত আরও ১০ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- ইরানের পরমাণু শক্তি সংস্থার (এইওআই) সাবেক প্রধান ও পরমাণু প্রকৌশলী ফেরেইদুন আব্বাসি, ইসলামী আজাদ বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ও তাত্ত্বিক পদার্থবিদ মোহাম্মদ মেহেদি তেহরানচি, পরমাণু প্রকৌশলী ও রাসায়নিক প্রকৌশলের বিশেষজ্ঞ আকবর মোতালেবিজাদেহ, শাহেদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পূর্ণ অধ্যাপক ও পরমাণু শক্তি সংস্থার উপপ্রধান সাইয়্যেদ আমির হোসেইন ফাঘি, উপকরণ প্রকৌশলের বিশেষজ্ঞ সাঈদ বোর্জি, শাহেদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশল অনুষদের ডিন আব্দুল হামিদ মানুচেহর ও শাহেদ বেহেশতি বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক প্রকৌশলের অধ্যাপক আহমদ রেজা জুলফাগারি।

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *