হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিল ইরান

ডেস্ক রিপোর্ট :
পার্লামেন্টের এ ভোটকে প্রতীকী আখ্যা দেওয়া হলেও এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এটি অ্যামেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরানের ওপর চাপের প্রতিফলন। ইসরায়েলের যুদ্ধে অ্যামেরিকার যোগদানের মধ্যে রবিবার জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। সংবাদমাধ্যমটি জানায়, পার্লামেন্ট অনুমোদন দেওয়ার পর হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। পার্লামেন্টের এ ভোটকে প্রতীকী আখ্যা দেওয়া হলেও এটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এটি অ্যামেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইরানের ওপর চাপের প্রতিফলন।

ইরানের পার্লামেন্ট মজলিস সদস্যদের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থাগুলো জানায়, হরমুজ প্রণালি বন্ধের অনুমোদনের পক্ষে ব্যাপক হারে ভোট পড়েছে। বর্তমানে দেশটির প্রতিরক্ষা ও নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃপক্ষ সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেবে।

ইরানের নাতাঞ্জ, ফোরডো ও ইস্পাহান পরমাণু ক্ষেত্রে অ্যামেরিকার সমন্বিত হামলার ২৪ ঘণ্টার কম সময়ে মধ্যপ্রাচ্যের দেশটির পার্লামেন্ট গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি নিল। আরব উপসাগর ও ওমান উপসাগরের মাঝামাঝি সংকীর্ণ নৌপথ হরমুজ প্রণালি। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় এক পঞ্চমাংশ পরিবহন হয় এ নৌপথে।

হরমুজ দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মারাত্মক প্রভাব পড়বে বৈশ্বিক জ্বালানির বাজারে। বিশেষত চীন, ভারত ও ইউরোপীয় দেশগুলোর মতো বড় ভোক্তাদের ওপর এর প্রভাব হবে বিশাল। মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যে রবিবার বৈশ্বিক তেলের দাম বেড়েছে ব্যাপক হারে। ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দর বেড়েছে ৯ শতাংশের বেশি।

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *