শেখ হাসিনাসহ সাবেক তিন সিইসির বিরুদ্ধে বিএনপির মামলা

ডেস্ক রিপোর্ট :
সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বিরুদ্ধে বর্তমান কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর পর থানায় মামলা করেছে বিএনপি। দশম, একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের সিইসি এবং ১৯ জনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয়।

শেরেবাংলা নগর থানায় আজ রোববার (২২ জুন) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা নম্বর (২২/০৬/২০২৫/১১)।

এনটিভি অনলাইনকে আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হক।

মামলার আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার যথাক্রমে কাজী রকিব উদ্দিন আহমেদ, এ কে এম নুরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল এবং সাবেক নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক, সাবেক নির্বাচন কমিশনার আবু হানিফ, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী, সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, সাবেক নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, সাবেক নির্বাচন কমিশনার কবিতা খানম, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী, সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব, সাবেক নির্বাচন কমিশনার আলমগীর হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আনিসুল রহমানসহ ২৪ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতদের আসামি করা হয়।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *