মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলার কথা বললেন খামেনির উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী উপদেষ্টা ও কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেইন শরিয়তমাদারি যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার দাবিও তুলেছেন। খবর সিএনএনের।

এক টেলিগ্রাম বার্তায় শরিয়তমাদারি বলেন, “আমেরিকা ফোর্ডো পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর এখন পালা আমাদের। বিন্দুমাত্র দেরি না করে প্রথম পদক্ষেপ হিসেবে বাহরাইনে মোতায়েন আমেরিকান নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হবে এবং হরমুজ প্রণালীতে একযোগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য বন্ধ করে দিতে হবে।”

যদিও এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা নিয়ে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিরর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

এর আগে, শনিবার (২১ জুন) ইরানের ফোর্ডো, ইসফাহানসহ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার (২১ জুন) ট্রুথ স্যোশাল প্লাটফর্মে এক পোস্টে এ তথ্য জানান।

ট্রাম্প ট্রুথ স্যোশালের পোস্টে লিখেছেন, ‘আমরা ফোর্ডো, নাতানজ ও ইসফাহানসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।’

ট্রাম্প বলেন, ‘প্রাথমিক লক্ষ্যস্থলে বোমার পূর্ণ পেলোড ফেলা হয়েছে, ফোর্ডোর জন্য সব বিমান প্রস্তুত। এটি আমাদের মহান আমেরিকানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *