‘ইসরায়েলের স্বার্থে ট্রাম্প বেপরোয়াভাবে যুদ্ধ শুরু করেছেন’

ডেস্ক রিপোর্ট :
ইরানে ট্রাম্পের সামরিক হামলাকে “অবৈধ ও বিপজ্জনক” বলে আখ্যা দিয়েছে নিহত সাংবাদিক জামাল খাশোগি প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাংক ডিএডব্লিউএন (ডেমোক্রেসি ফর দ্যা আরব ওয়ার্ল্ড নাও)।

ডিএডব্লিউএন-এর নির্বাহী পরিচালক সারাহ লিয়া উইটসন বলেন, “ট্রাম্পের উস্কানিহীন ও অনুমোদনহীন হামলা আন্তর্জাতিক আইন ও যুক্তরাষ্ট্রের সংবিধান—উভয়ই লঙ্ঘন করেছে। কারণ কেবল কংগ্রেসেরই যুদ্ধ ঘোষণা করার সাংবিধানিক ক্ষমতা রয়েছে।” খবর আল জাজিরার।

তিনি আরও বলেন, “ট্রাম্প ইসরায়েলের দাবির পেছনে যুক্তরাষ্ট্রের স্বার্থকে বিপন্ন করে বেপরোয়াভাবে যুদ্ধ শুরু করেছেন এবং আমেরিকান জনগণের প্রতি দেওয়া ‘আমেরিকা ফার্স্ট’ প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন।”

এর আগে, শনিবার (২১ জুন) ইরানের ফোর্ডো, ইসফাহানসহ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার (২১ জুন) ট্রুথ স্যোশাল প্লাটফর্মে এক পোস্টে এ তথ্য জানান।

ট্রাম্প ট্রুথ স্যোশালের পোস্টে লিখেছেন, ‘আমরা ফোর্ডো, নাতানজ ও ইসফাহানসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।’

ট্রাম্প বলেন, ‘প্রাথমিক লক্ষ্যস্থলে বোমার পূর্ণ পেলোড ফেলা হয়েছে, ফোর্ডোর জন্য সব বিমান প্রস্তুত। এটি আমাদের মহান আমেরিকানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *