ইরান প্রতিশোধ নিলে আরও বড় হামলা হবে : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের ওপর ইরান যদি কোনো ধরনের প্রতিশোধমূলক হামলা চালায়, তবে তার জবাবে আরও “বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া” আসবে।

আজ রোববার (২২ জুন) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে এক পোস্টে লিখেছেন, “ইরান যদি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো ধরনের প্রতিশোধ নেয়, তাহলে তা আজ রাতে দেখা ঘটনার চেয়েও বহুগুণ শক্তিশালী জবাবে পরিণত হবে।” খবর আল জাজিরার।

এর আগে, শনিবার (২১ জুন) ইরানের ফোর্ডো, ইসফাহানসহ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শনিবার (২১ জুন) ট্রুথ স্যোশাল প্লাটফর্মে এক পোস্টে এ তথ্য জানান।

ট্রাম্প ট্রুথ স্যোশালের পোস্টে লিখেছেন, ‘আমরা ফোর্ডো, নাতানজ ও ইসফাহানসহ ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় আমাদের অত্যন্ত সফল হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে রয়েছে।’

ট্রাম্প বলেন, ‘প্রাথমিক লক্ষ্যস্থলে বোমার পূর্ণ পেলোড ফেলা হয়েছে, ফোর্ডোর জন্য সব বিমান প্রস্তুত। এটি আমাদের মহান আমেরিকানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।’

এদিকে, এ হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর সদস্য হেজাম আল-আসাদ এক সংক্ষিপ্ত বার্তায় যুক্তরাষ্ট্রের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতেই হবে।”

সামাজিক মাধ্যমে দেওয়া ওই বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের জবাব দিতে হুথিরা প্রস্তুত রয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *