ইসরায়েলের অর্থনীতি কি আরেকটি যুদ্ধের ধাক্কা সামলাতে পারবে?

ডেস্ক রিপোর্ট :
চলতে থাকা গাজা যুদ্ধের পাশাপাশি ইরানে আকস্মিক হামলা চালিয়ে আরেকটি যুদ্ধে জড়িয়ে পড়েছে ইসরায়েল। যেকোনো যুদ্ধ একটি দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। তাই ইসরায়েলের অর্থনীতি আরেকটি যুদ্ধের ধাক্কা সামলাতে পারবে কিনা তা নিয়ে প্রশ্ন করা হয়েছিল মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিষয়ক গ্লোবাল কাউন্সেলের পরিচালক আহমেদ হেলালকে। এ নিয়ে বেশ খোলামেলা উত্তর দিয়েছেন তিনি। খবর আলজাজিরার

আহমেদ হেলাল বলেন, ‘খুব ছোট করে যদি বলি এ প্রশ্নের উত্তর হলো, হ্যাঁ। তাদের (ইসরায়েল) এজন্য আর্থিক সঞ্চয় ও ধাক্কা সামাল দেওয়ার মতো আর্থিক অবস্থা রয়েছে।’

আহমেদ হেলাল বিষয়টি পরিষ্কার করতে গিয়ে বলেন, ‘ইসরায়েল কি রক্তাক্ত হচ্ছে? অবশ্যই হচ্ছে। তাদের ঋণ বাড়ছে। যুদ্ধে জড়িয়ে থেকেই তাদের অর্থনীতি চলে। দেশটির প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৪ শতাংশ থেকে এখন ৮ শতাংশে পৌঁছে গেছে।’ তিনি বলেন, ‘দেশটির ঋণের পরিমাণ, ঋণ ও জিডিপির অনুপাত ৮ শতাংশ থেকে বেড়ে ৬০ থেকে ৬৮ শতাংশে পৌঁছে গেছে। এ ছাড়া রিজার্ভ সৈন্যদের তলব করা হয়েছে। সুতরাং, কর্মীবাহিনী ও প্রযুক্তি নির্ভর কর্মীবাহিনী যারা কর প্রদান করে এবং দেশের প্রবৃদ্ধি ও অর্থনীতিতে উদ্ভাবনী ভূমিকা বজায় রাখে তারা এখন সামনের সারিতে।’

আহমেদ হেলাল আরও বলেন, ‘যুদ্ধের আঁচ লাগছে ইসরায়েলের অর্থনীতিতে, তবে তাদের অর্থনীতি সংকটে পড়েনি। এই ধাক্কা সামলে নিতে পারবে তারা। যুদ্ধের বিষয়টিকে এই দেশটি আলাদা করে রাখে, কেননা ইসরায়েলের অর্থনীতি বৈচিত্র্যপূর্ণ, গতিশীল ও প্রযুক্তির মাধ্যমে চালিত হয়।’

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *