ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪০০ ছাড়াল

ডেস্ক রিপোর্ট :
ইসরায়েলের ৯ দিনের অব্যাহত হামলায় ইরানে নিহতের সংখ্যা ৪০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্যে ৫৪ জন নারী ও শিশু রয়েছে।

আজ শনিবার (২১ জুন) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসম্পর্ক বিভাগের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে এই তথ্য জানান। খবর আলজাজিরার।

কেরমানপুর আরও জানান, এই হামলায় ৩ হাজার ৫৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২ হাজার ২২০ জনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ২৩২ জন হামলার ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা পেয়েছেন। এ ছাড়া বাকিদের মধ্যে ৪৫৭ জনের অস্ত্রোপচার করা হয়েছে। হতাহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক

এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় ফারস প্রদেশের শিরাজ শহরে একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েল দাবি করেছে, ইরানের কোম শহরের একটি অ্যাপার্টমেন্টের হামলায় ইরানের কুদস ফোর্সের ফিলিস্তিনি কর্পসের কমান্ডার সাঈদ ইজাদি নিহত হয়েছেন।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ২৫ জন নিহত ও শত শত আহত হয়েছে।

ইসরায়েল গত ১৩ জুন ইরানের ওপর হামলা শুরু করার পর থেকেই দুই দেশের মধ্যে তীব্র সংঘাত চলছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *