ইরান ইসরায়েলে থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা

ডেস্ক রিপোর্ট :
ইরান নতুন করে ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের সংবাদ সংস্থা মেহের এই খবর নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো আটকানোর চেষ্টা করছে।

এদিকে, ইসরায়েলের অধিকাংশ এলাকায় সাইরেন বাজার পর বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের মাঝামাঝি অঞ্চলে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি গণমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ বিস্ফোরণের খবর পাওয়ার কথা জানিয়েছে। কিন্তু ‘এটি স্পষ্ট নয় যে বিস্ফোরণগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরোধের কারণে হয়েছে, নাকি মাটিতে আঘাত করার ফলে হয়েছে।’

ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, শনিবার ভোরে ইরান কমপক্ষে পাঁচটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে অন্তত একটি মধ্য ইসরাইলে সরাসরি আঘাত হেনেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলের তেল আবিব শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর জানায়নি।

দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরাইলি নাগরিকদের আশ্রয়স্থল ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। তবে এর কিছুক্ষণ পরই ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব জেলা ভবনে আগুন জ্বলতে দেখা যায়।

এটিভি বাংলা / হৃদয়


Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *