ডেস্ক রিপোর্ট :
ইরানে রাজধানী তেহরানে অবস্থিত একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং বিভিন্ন অস্ত্র কারখানায় বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ বুধবার (১৮ জুন) এই হামলা চালানো হয় বলে জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “৫০টির বেশি যুদ্ধবিমান ইরানের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালিয়েছে। এর মধ্যে রয়েছে তেহরানে অবস্থিত একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং এমন একাধিক কারখানা যেখানে পৃষ্ঠ থেকে পৃষ্ঠে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরির কাঁচামাল ও যন্ত্রাংশ উৎপাদন হতো।”
তবে ইরান পক্ষ থেকে এখনও এই হামলার ব্যাপারে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) ভোরে ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর চিফস অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ও ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হন। এছাড়া ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় ছয়জন পরমাণু বিজ্ঞানীও নিহত হয়েছেন। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়। পরে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয় ইসরায়েলে। এরপর থেকে দুই পক্ষই একে অপরের ওপরে হামলা অব্যাহত রেখেছে।
এটিভি বাংলা / হৃদয়

Leave a Reply