ইরানের পাল্টা হামলায় ৩ ইসরায়েলি নিহত

ডেস্ক রিপোর্ট :

ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। হামলায় এ পর্যন্ত তিন ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৪০ জন।

আজ শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

এদিকে ইরানের রাজধানী তেহরানকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৭৮ জন নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছে আরও ৩২৯ জন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ জুন) দিনগত রাতের শেষভাগে ইরানের রাজধানী তেহরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েল। হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন, ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে তাদের সামরিক অভিযান ‘যতদিন প্রয়োজন’ ততদিন চলবে। ইসরায়েলি বিমান হামলার পর শুক্রবার (১৩ জুন) ইসরায়েলের দিকে পাল্টা হামলা শুরু করে ইরান।

ইসরায়েলের হামলায় ইরানের তিন শীর্ষ কমান্ডার নিহত হন। তারা হলেন-সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি এবং খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের কমান্ডার মেজর-জেনারেল গোলাম আলী রশিদ।

হামলায় ইরানের ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তারা হলেন-আবদোলহামিদ মিনুচেহর, আহমাদরেজা জোলফাঘরি, আমির হোসেইন ফেকি, মোতাল্লেবলিজাদেহ, মোহাম্মদ মেহেদি তেহরানচি ও ফেরেদউন আব্বাসী।

 

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *