হজে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট :
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তারা হলেন-সৈয়দপুর নীলফামারীর বাসিন্দা মো. জাহিদুল ইসলাম এবং গাজীপুর সদরের বাসিন্দা মফিজ উদ্দিন।

আজ সোমবার (২ জুন) সকালে মক্কায় বাংলাদেশ হজ অফিসের হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম এনটিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

হজ অফিস সূত্র জানায়, চলতি হজ মৌসুমে হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ১৭ বাংলাদেশি মারা গেছেন। এর মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় ৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও একজন নারী। এছাড়া অসুস্থ হয়ে সৌদি সরকারি হাসপাতালে ভর্তি আছেন ৩৭ জন বাংলাদেশি হজযাত্রী।

হজ অফিসের সর্বশেষ তথ্য মতে, গতকাল রোববার পর্যন্ত সর্বমোট ৮৭ হাজার ১৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৯২৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ২৩২ জন। গতকাল রোববার (১ জুন) চলতি বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে।

হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ১০ জুন শুরু হয়ে আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন। আগামী বৃহস্পতিবার (৫ জুন) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *