ঈদে রেলের টিকিট কালোবাজারি

ডেস্ক রিপোর্ট :
যাত্রীদের সেবা প্রদানে হয়রানি ও টিকিট কালোবাজারিসহ নানাবিধ অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঢাকার কমলাপুর স্টেশনসহ দেশের মোট আটটি বড় স্টেশনে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার (২৮ মে) সকালে একযোগে আট স্টেশনে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান শুরু করেছে।

গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের গণসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম। তিনি জানান, ঈদের ট্রেনের টিকেট কালোবাজারে বিক্রি ও যাত্রী হয়রানিসহ নানা অভিযোগে এই অভিযান শুরু হয়েছে।

কমলাপুর এবং বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অভিযান পরিচালনা হচ্ছে দুদকের প্রধান কার্যালয় থেকে।

এ ছাড়া রংপুর রেলওয়ে স্টেশন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, ময়মনসিংহ রেলওয়ে স্টেশন, দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন, জামালপুর রেলওয়ে স্টেশন, সিলেট রেলওয়ে স্টেশন ও রাজশাহী রেলওয়ে স্টেশনে দুদকের স্ব স্ব সমন্বিত জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিট এই অভিযান পরিচালনা করছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *