ব্রাজিলের দায়িত্ব নিলেন আনচেলত্তি

ডেস্ক রিপোর্ট :
লালিগার শেষ ম্যাচে গত ২৪ মে রিয়াল মাদ্রিদের ডাগআউটে দাঁড়ানো কার্লো আনচেলত্তি পরিদনই পাড়ি দেন ব্রাজিলে। আগে থেকে জানা ছিল, ২৬ মে’র মধ্যে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। পরিবারের কয়েকজন সদস্যকে নিয়ে দেশটিতে যান তিনি। তাকে বরণ করে নিতে রাস্তার দুই পাশে ভিড় জমান ব্রাজিল ভক্তরা।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) ভিডিওতে দেখা যায়, রাস্তার দুপাশে থাকা ব্রাজিল ভক্তরা নেচেগেয়ে ও আলোর ঝলকানিতে বরণ করে নেন আনচেলত্তিকে। তিনিও গাড়ির ভেতর থেকে দুহাত নাড়িয়ে ভালোবাসার জবাব দেন।

ব্রাজিল ভক্তদের আশা, আনচেলত্তির হাত ধরেই আসবে স্বপ্নের হেক্সা (ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা)। যে হেক্সার অপেক্ষায় দীর্ঘ ২৩ বছর ধরে অধীর পাঁচবারের বিশ্বসেরারা। এক ভক্ত বলেই দিয়েছেন, আনচেলত্তি এসেছেন। এর মানে আমরা হেক্সাও জিতব।

ব্রাজিলের কোচ হওয়ার মধ্য দিয়ে নতুন এক ইতিহাস গড়েছেন আনচেলত্তি। প্রথম বিদেশি কোচ হিসেবে সেলেসাওদের দায়িত্ব নিয়েছেন তিনি। হয়েছেন সবচেয়ে দামি কোচ। ২০২৬ সাল পর্যন্ত দলটির ডাগআউট সামলাবেন আনচেলত্তি।

মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখেই ইতালিয়ান এই অভিজ্ঞ কোচকে দলে নেওয়া। পরবর্তীতে সুযোগ আছে, চুক্তির সময় বাড়ানোর। আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটি দিয়ে শুরু হবে তার নবযাত্রা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *