ডেস্ক রিপোর্ট :
একসময়ের শক্তিশালী সংস্থাটির আকার ও পরিধি কমিয়ে আনতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এনএসসিতে শুক্রবার বড় ধরনের পুনর্গঠন শুরু হয়েছে বলে জানিয়েছে পাঁচটি সূত্র।
ওই সূত্রগুলো বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, একসময়ের শক্তিশালী সংস্থাটির আকার ও পরিধি কমিয়ে আনতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ করতে চায়নি সূত্রগুলো। তারা জানায়, গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক নানা বিষয় নিয়ে কাজ করা এনএসসির কর্মীকে শুক্রবার বরখাস্তের নোটিশ পাঠানো হয়েছে।
সেক্রেটারি অব স্টেইট মার্কো রুবিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের স্থলাভিষিক্ত হওয়ার কয়েক সপ্তাহ পর এনএসসিতে ছাঁটাইয়ের খবর পাওয়া গেল।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি এনএসসি।
সূত্রগুলো জানায়, এনএসসি পুনর্গঠনের ফলে স্টেইট ডিপার্টমেন্ট, ডিফেন্স ডিপার্টমেন্টসহ অন্য সংস্থাগুলো বেশি কর্তৃত্ব পাচ্ছে বলে ধারণা করা হচ্ছে। পুনর্গঠনের উদ্দেশ্য হলো এনএসসির কর্মী সংখ্যা কমিয়ে কয়েক ডজনে নামিয়ে আনা
অ্যামেরিকার প্রেসিডেন্টরা জাতীয় নিরাপত্তা কৌশল সমন্বয়ের জন্য প্রধান সংস্থা হিসেবে কাজে লাগায় এনএসসিকে।
সংস্থাটির কর্মীরা প্রায়ই বিশ্বের সবচেয়ে অস্থিতিশীল সংঘাতগুলোর বিষয়ে অ্যামেরিকার দৃষ্টিভঙ্গি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। একই সঙ্গে তারা অ্যামেরিকাকে নিরাপদ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
ছাঁটাইয়ের ফলে এরই মধ্যে পরিসর সীমিত হয়ে আসা এনএসসির কর্মী আরও কমবে। ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় সংস্থাটিতে তিন শতাধিক কর্মী ছিল।
দুটি সূত্র রয়টার্সকে জানায়, এনএসসি থেকে বাদ পড়া কর্মীদের সরকারের অন্য কোনো পদে বসানো হবে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply