বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টিকিটমূল্য প্রকাশ

ডেস্ক রিপোর্ট :
দিন যত গড়াচ্ছে, সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে বাড়ছে দর্শকের আগ্রহ। জাতীয় স্টেডিয়াম ঢাকায় দীর্ঘদিন পর ফিরছে ফুটবল, তারও পর দেশের মাটিতে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ। অভিষিক্ত হতে পারেন শমিত সোম। এই ম্যাচ নিয়ে দর্শকের আগ্রহের পারদ চড়েছে তুঙ্গে।

ঢাকা স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে, এমন প্রত্যাশা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)। দর্শকরাও অপেক্ষায় ছিল কবে ছাড়া হবে টিকিট, মূল্যই বা কত হবে। সব প্রশ্নের উত্তর দিয়েছে বাফুফে। আজ বুধবার (২১ মে) এক সংবাদ সম্মেলনে বাফুফের কম্পিটিশন কমিটির প্রধান গোলাম গাউস জানিয়েছে টিকিটমূল্য।

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচটি দর্শকরা উপভোগ করতে পারবেন সর্বনিম্ন ৪০০ টাকায়। ১০টি ক্যাটাগরিতে স্টেডিয়ামের গ্যালারিকে ভাগ করা হয়েছে। প্রেসিডেন্সিয়াল বক্সে কেবল আমন্ত্রিত অতিথিরা আসতে পারবেন। বাকি ৯ ভাগের টিকিট মূল্য প্রকাশ করেছে বাফুফে।

সাধারণ গ্যালারির টিকিটের মূল্য ৪০০ টাকা। ক্লাব হাউজ-২ এর দাম ধরা হয়েছে ২ হাজার টাকা। ক্লাব হাউজ-১, ভিআইপি-২ ও ৩ এর মূল্য টিকিটিপ্রতি আড়াই হাজার। স্কাই ভিউতে একটি টিকিটের মূল্য ৩ হাজার টাকা। ভিআইপি বক্স-১ এ বসে খেলা দেখতে হলে টিকিটের জন্য জন্রিতি দিতে হবে ৪ হাজার টাকা। আর করপোরেট ও হসপিটালিটি বক্সের টিকিট মূল্য ধরা হয়েছে জনপ্রতি ৫ হাজার টাকা করে।

অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই টিকিট সংগ্রহ করা যাবে। টিকিট বিক্রয়কারী প্ল্যাটফর্ম ‘টিকিফাই’ থেকে অনলাইনে কেনা যাবে। অফলাইনে নির্ধারিত বুথ বা কাউন্টার থেকে সরাসরি সংগ্রহ করা যাবে টিকিট। আগামী ২৪ মে দুপুর ১২টা থেকে শুরু হবে টিকিট বিক্রয়।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *