মিশিগানে এশিয়ান-অ্যামিরিকান সাংস্কৃতিক উৎসব

ডেস্ক রিপোর্ট : 
যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেটে জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হলো এশিয়ান-অ্যামিরিকান ঐতিহ্য ও সাংস্কৃতিক উৎসব।

শনিবার ওয়ারেন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ উৎসব দুপুর থেকে বিকেল পর্যন্ত চলেছে।

সুর, সংগীত, নৃত্য, পোশাক, খাবারসহ নানান পরিবেশনার মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও সভ্যতা তুলে ধরা হয়। বাংলাদেশ, ভারত, চীন, জাপান, থাইল্যান্ড, ফিলিপাইনস, সাউথ কোরিয়াসহ বিভিন্ন দেশের শতাধিক এশিয়ান-অ্যামিরিকান এতে অংশ নেন।

অনুষ্ঠানে সুর, সংগীত, নৃত্য, খাবার এবং চিত্রকলা পরিবেশন করা হয়। এছাড়া নিজ নিজ দেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার প্রদর্শন করা হয়।

উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য সম্পর্কে ওয়ারেন সিটি মেয়র লরি স্টোন বলেন, এশিয়ান কমিউনিটির মধ্যে সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা শক্তিশালী করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

উৎসবে অংশগ্রহণকারীরা এই আয়োজন নিয়ে দারুণ খুশি। দর্শকরাও মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন।

আয়োজকরা মনে করেন, এশিয়ার বিভিন্ন অঞ্চলের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরার এই প্রয়াস ইতিবাচক প্রভাব ফেলবে এবং কমিউনিটিগুলোর মধ্যে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবে।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *