ইসরায়েলই নিয়ন্ত্রণ করবে পুরো গাজা : নেতানিয়াহু

ডেস্ক রিপোর্ট :
যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজায় নতুন করে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযান শুরুর পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল সম্পূর্ণ গাজার নিয়ন্ত্রণ নিয়ে নেবে।

আজ সোমবার (১৯ মে) ইসরায়েল এক ঘোষণায় জানায়, তারা গাজা উপত্যকায় যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু খাদ্য সামগ্রী প্রবেশ করতে দেবে। এর পরপরই প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, গাজায় ‘কূটনৈতিক কারণে’ দুর্ভিক্ষ রোধ করা দরকার। খবর এএফপির।

এদিকে, গাজায় নিয়োজিত উদ্ধারকর্মীরা জানিয়েছে, আজও গাজায় নির্বিচার বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর ‘সম্প্রসারিত’ স্থল অভিযান ঘোষণার পরপরই হতাহতের এই খবর পাওয়া গেল।

আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, ‘তুমুল যুদ্ধ হচ্ছে এবং আমরা এগিয়ে যাচ্ছি। আমরা উপত্যকার পুরো ভূখণ্ডটি নিয়ন্ত্রণ করব।’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা কোনো ছাড় দেবো না। অবশ্যম্ভাবী সফল হওয়ার লক্ষ্যে আমাদের থামানো যাবে না।’

দুই মাসেরও বেশি সময় আগে থেকে গাজা উপত্যকাটিকে যেভাবে অবরোধ করে রেখেছে ইসরায়েল, তা তুলে নিতে দেশটির ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। এমনকি, ইহুদি রাষ্ট্রটির প্রধান সমর্থক যুক্তরাষ্ট্রও এই অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে।

নেতানিয়াহু তার বক্তব্যে আরও বলেন, ‘বাস্তবিক ও কূটনৈতিক উভয় কারণেই গাজার জনগোষ্ঠীকে আমরা দুর্ভিক্ষে ডুবে যেতে দেবো না।’ এক্ষেত্রে তিনি উল্লেখ করেন, ইসরায়েলের বন্ধুরাও গণহারে ক্ষুধায় জর্জরিত মানুষের ছবিগুলোকে ‘সহ্য’ করবে না।

এদিকে, জাতিসংঘ ও বেসরকারি সাহায্য সংস্থাগুলোর সমর্থনপুষ্ট ইন্টেগ্রেটেড ফুড সিকিউরিটি তাদের এ মাসের প্রতিবেদনে জানিয়েছে, গাজা খুবই জটিল দুর্ভিক্ষের ঝুঁকির মুখে রয়েছে। এরমধ্যে পুরো জনসংখ্যার ২২ শতাংশ লোক চরম মানবিক ‘দুর্যোগের’ মুখে রয়েছে।

ইসরায়েল বলছে, গত ২ মার্চ থেকে চলতে থাকা এই অবরোধের মাধ্যমে ভূখণ্ডটিতে সক্রিয় থাকা ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কোণঠাসা করে ফেলা হচ্ছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থাও গাজায় খাদ্য, সুপেয় পানি, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের কথা জানিয়ে সবাইকে হুঁশিয়ার করে দিয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *