মুস্তাফিজের আইপিএল যাত্রা এখনও অনিশ্চিত

ডেস্ক রিপোর্ট :
হঠাৎ করেই এলো খবরটা। মুস্তাফিজুর রহমান দল পেয়েছেন আইপিএলে। ভারত-পাকিস্তান সংঘাতে বন্ধ যায় আইপিএল। নতুন সূচিতে আগামী ১৭ মে থেকে পুনরায় শুরু হবে টুর্নামেন্ট। কিন্তু, বাকি অংশে খেলবেন না দিল্লি ক্যাপিটালসের তারকা জ্যাক-ফ্রেসার ম্যাগার্ক। তার বদলি হিসেবে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি।

জটিলতা তৈরি হয়েছে এখানেই। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে আগামী ১৭ ও ১৯ মে বাংলাদেশ খেলবে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজে অংশ নিতে দলের একাংশ আজ বুধবার (১৪ মে) ইতোমধ্যে আরব আমিরাতে পৌঁছেছে। দ্বিতীয় অংশের সঙ্গে যাওয়ার কথা রয়েছে মুস্তাফিজের।

আইপিএল খেলতে হলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র নিতে হবে মুস্তাফিজকে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও ছাড়পত্রের জন্য আবেদন করেননি মুস্তাফিজ। বিসিবিও তাকে ছাড়পত্র দেবে কি না, এ প্রসঙ্গে জানতে চেয়ে বোর্ড সংশ্লিষ্ট কয়েকজনকে মোবাইলফোনে কল ‍দিলেও তাদের সাড়া পাওয়া যায়নি। মুস্তাফিজের আইপিএল যাত্রা তাই এখনও অনিশ্চিত।

এবারের আসরে দিল্লির পূর্ণাঙ্গ ম্যাচ বাকি রয়েছে দুটি। আগামী ১৮ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে এবং ২১ মে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দলটি। নিরাপত্তা ইস্যুতে গত ৮ মে ধর্মশালায় মাঝপথে বন্ধ হয় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচ। আগামী ২৪ মে জয়পুরে ম্যাচটি আবারও অনুষ্ঠিত হবে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *