ব্যবসায়িক স্বার্থেই কি ট্রাম্পের মধ্যপ্রাচ্যে সফরে ?

ডেস্ক রিপোর্ট :

মধ্যপ্রাচ্যে তিন দিনের সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি আরব ভ্রমণ শেষে আজ বুধবার (১৪ মে) বেশ খোশ মেজাজেই কাতারে পৌঁছেছেন তিনি। এই যাত্রায় যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়ানোর আশা করছেন ট্রাম্প। তবে সফরের আগেই তার ছেলেদের পরিচালিত ট্রাম্প অর্গানাইজেশনের বেশকিছু ব্যবসায়িক চুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি শুরু হয়েছে। অনেকে মনে করছেন, এই সফরে ট্রাম্পের ব্যক্তিগত ব্যবসায়িক স্বার্থও জড়িত থাকতে পারে। খবর বিবিসির।

ট্রাম্পের পুত্র এরিক ও ডোনাল্ড জুনিয়র পরিচালিত ‘ট্রাম্প অর্গানাইজেশন’ কাতার ও সংযুক্ত আরব আমিরাতে গলফ কোর্স এবং বিলাসবহুল ভিলা নির্মাণের পরিকল্পনা ঘোষণা করেছেন। মে মাসের শুরুতে ট্রাম্প অর্গানাইজেশন দোহার উত্তরে একটি ট্রাম্প-ব্র্যান্ডেড বিলাসবহুল ১৮ হোলের গলফ কোর্স ও ভিলা নির্মাণের চুক্তি ঘোষণা করে। এর আগে, এপ্রিল মাসে কোম্পানিটি ঘোষণা করে, তারা দুবাইয়ের কেন্দ্রস্থলে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার নির্মাণ করবে, যেখানে ৮০তলা জুড়ে ‘বিলাসবহুল জীবনযাপন এবং বিশ্বমানের আতিথেয়তার’ ব্যবস্থা থাকবে।

যদিও চলতি বছরের ২০ জানুয়ারি হোয়াইট হাউসে প্রবেশের পর থেকে প্রেসিডেন্ট ট্রাম্প এ অর্গানাইজেশনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত নন। তিনি এই কোম্পানির ব্যবস্থাপনার দায়িত্ব তার সন্তানদের হাতে তুলে দিয়েছেন। তবে তার সফরের সময় এসব ব্যবসায়িক চুক্তি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্পের বিরোধীরা মনে করছেন, এই সফরের মাধ্যমে তিনি ব্যক্তিগত ব্যবসায়িক সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছেন।

আজ বিকেলে ট্রাম্প কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে বিলাসবহুল লুসাইল প্রাসাদে একটি বৈঠকে মিলিত হন। তেলসমৃদ্ধ উপসাগরীয় রাষ্ট্রে মার্কিন প্রেসিডেন্টের জন্য এটি আরেকটি জমকালো আয়োজন থাকবে বলেই প্রত্যাশা করা যায়। এর আগে দোহার বিমানবন্দরে ট্রাম্পকে দেওয়া লাল গালিচা সংবর্ধনা এবং কাতারের আমিরের দেওয়া ব্যক্তিগত অভ্যর্থনাও ছিল চোখে পড়ার মতো।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *