ডেস্ক রিপোর্ট :
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (১৪ মে) সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রাম সফরে এসে তিনি বন্দরের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে খোঁজখবর নেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, আজ বুধবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে চট্টগ্রাম পৌঁছানোর পরপরই তিনি বন্দর পরিদর্শনে যান।
প্রধান উপদেষ্টার আজকের সফরসূচিতে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগদান ও ভাষণ প্রদান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অধ্যাপক ইউনূসকে সম্মানসূচক ডক্টর অব লেটারস (ডি.লিট.) উপাধি প্রদান করবে।
এ ছাড়াও, চট্টগ্রাম সার্কিট হাউজ পরিদর্শন, কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর প্রস্তাবিত নতুন সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা। পরে তিনি হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের বাতুয়া গ্রামে তার পৈতৃক বাড়ি পরিদর্শনে যাবেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply