ডেস্ক রিপোর্ট :
ট্রাম্প তার ভাষণে গাজায় যুদ্ধ যত দ্রুত সম্ভব বন্ধে কাজ করার কথা জানান। ফিলিস্তিনের গাজার জনগণের অনেক ভালো ভবিষ্যৎ প্রাপ্য বলে মন্তব্য করেছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিন মঙ্গলবার সৌদিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি।
আল জাজিরা জানায়, ট্রাম্প তার ভাষণে গাজায় যুদ্ধ যত দ্রুত সম্ভব বন্ধে কাজ করার কথা জানান। ওই সময় হামাসের সমালোচনা করে তিনি বলেন, গাজায় ফিলিস্তিনিদের নেতারা রাজনৈতিক স্বার্থে নিরীহ পুরুষ ও নারীদের অপহরণ, নিপীড়ন ও লক্ষ্যবস্তু বানানো বন্ধ না করলে উপত্যকার মানুষের জীবনমানের উন্নয়ন হবে না।
তিনি বলেন, ‘গাজায় এসব লোকজনের সঙ্গে যে আচরণ করা হয়, পৃথিবীর কোথাও লোকজনের সঙ্গে এত ভয়াবহ আচরণ করা হয় না।’ ভাষণে গত ১৮ মাস ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে কোনো কথা বলেননি অ্যামেরিকার প্রেসিডেন্ট। এ সময়ে ইসরায়েলি হামলায় গাজায় নিহত হন অন্তত ৫২ হাজার ৯০৮ ফিলিস্তিনি।
বক্তব্যে ২১ বছর বয়সী ইসরায়েলি-অ্যামেরিকান বন্দি ইডেন আলেকজান্ডারকে মুক্ত করা নিয়ে প্রশাসনের আলোচনার প্রশংসা করেন ট্রাম্প।
ইডেনকে সোমবার মুক্তি দেয় গাজার নিয়ন্ত্রক দল হামাস ।
এটিভি বাংলা/হৃদয়
Leave a Reply