ডেস্ক রিপোর্ট :
গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল মঙ্গলবার দিবাগত মধ্যরাত থেকে গাজার বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় অন্তত ৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার চিকিৎসাকর্মীদের সূত্রে এ তথ্য জানা গেছে।
নিহত ব্যক্তিদের বেশির ভাগই উত্তর জাবালিয়ার বাসিন্দা।
এদিকে সৌদি আরব সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি গাজার সংঘাত দ্রুত অবসানের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমরা কোনো পরিস্থিতিতেই যুদ্ধ থামাব না।’
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে আনুমানিক ১ হাজার ১৩৯ জন নিহত হন এবং ২০০ জনের বেশি মানুষকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। জবাবে সেদিন থেকেই গাজায় হামলা শুরু করে ইসরায়েল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুসারে, সেখানে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১ লাখ ১৯ হাজার ৭২১ জন।
তবে গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য বলছে, নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। তারা বলেছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ থাকা হাজারো মানুষকে মৃত বলে ধরে নেওয়া হয়েছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply