আইসিসির মাসসেরা খেলোয়াড় মেহেদী মিরাজ

ডেস্ক রিপোর্ট :
প্রথমবার মনোনয়ন পেয়েই আইসিসি প্লেয়ার অব দা মান্থের খেতাব জিতে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ এপ্রিল মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি। অন্যদিকে, নারী বিভাগে এই পুরস্কার জিতেছেন স্কটল্যান্ডের ক্রিকেটার ক্যাথরিন ব্রাইস।

আজ বুধবার (২৪ মে, ২০২৫) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে।

সেরার দৌড়ে মিরাজ পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ও নিউজিল্যান্ডের বেন সিয়ার্সকে। নারীদের বিভাগে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস ও পাকিস্তানের ফাতিমা সানাকে হারিয়ে সেরার স্বীকৃতি লাভ করেছেন ব্রাইস।

মিরাজ হলেন তৃতীয় বাংলাদেশী পুরুষ ক্রিকেটার যিনি এই সম্মাননা পেলেন। এর আগে সাকিব আল হাসান ২০২৩ সালের মার্চে এবং মুশফিকুর রহিম এই পুরস্কার জিতেছিলেন।

ক্যাথরিন ব্রাইস নারী বিশ্বকাপ বাছাই পর্বে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য মাস সেরার খেতাব অর্জন করেছেন। তিনি ওই টুর্নামেন্টে স্কটল্যান্ড দলকে সামনে থেকে নেতৃত্ব দেন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। যদিও স্কটল্যান্ড ২০২৫ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি, তবে ব্রাইসের অলরাউন্ড পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তিনি উইমেন’স বিশ্বকাপ বাছাই পর্বের সেরা একাদশেও জায়গা করে নিয়েছিলেন।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *