ডেস্ক রিপোর্ট :
হোয়াইট হাউসের ওভাল অফিসে বুধবার রিপোর্টারদের সঙ্গে আলাপকালে তিনি দেশ দুটির মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছেন।
জম্মু-কাশ্মীরে প্রাণঘাতী হামলাকে কেন্দ্র করে পাকিস্তানে ভারতের হামলা এবং পরবর্তী সময়ে পাকিস্তানের পাল্টা হামলার ঘটনায় দুই পক্ষকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউসের ওভাল অফিসে বুধবার রিপোর্টারদের সঙ্গে আলাপকালে তিনি দেশ দুটির মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাবও দিয়েছেন।
দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে জানানো হয়, ভারত ও পাকিস্তান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন অ্যামেরিকার প্রেসিডেন্ট।
তিনি বলেন, ‘আমার অবস্থান হলো আমি উভয়ের (ভারত ও পাকিস্তান) সঙ্গে ইতিবাচক, বন্ধুত্বপূর্ণ ও সমজাতীয় সম্পর্ক চাই। আমি উভয়কেই ভালোভাবে চিনি এবং আমি চাই তারা এর (সংঘাতের) সমাধান করুক।
‘তারা (সংঘাত) বন্ধ করুক, এমনটি দেখতে চাই আমি এবং আশা করি তারা এখন এটি বন্ধ করতে পারবে।’ ওই সময় দুই দেশের পরিস্থিতিকে ‘খুবই ভয়ানক’ হিসেবে অভিহিত করেন ট্রাম্প।
দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে থাকার ইচ্ছা পোষণ করে অ্যামেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘…সাহায্যের জন্য কিছু একটা যদি করতে পারি, আমি সেটা করব। আমি সেখানে থাকব।’
জম্মু-কাশ্মীরে গত ২২ এপ্রিল প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় মঙ্গলবার বুধবার পাকিস্তানে হামলা চালায় ভারত। এর জবাবে ভারতেও হামলা চালিয়েছে পাকিস্তান ।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply