ডেস্ক রিপোর্ট :
শুল্ক আরোপকে কেন্দ্র করে চায়নার সাথে বাণিজ্যিক সম্পর্কে অনিশ্চয়তার কারণে অচিরেই দেশে সরবরাহ সংকট সৃষ্টি হতে পারে বলে আশংকা জানিয়েছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক ইকনোমিক অ্যাডভাইযার গ্যারি কন। চায়নার ওপর শুল্ক আরোপের কারণে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে সরবরাহ ব্যবস্থায় সংকট সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা জানান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাবেক ইকনোমিক অ্যাডভাইযার গ্যারি কন। রবিবার সিবিএস নিউযকে একথা জানান তিনি।
সরবরাহ ব্যবস্থায় সম্ভাব্য বিপর্যয় এড়াতে চায়নার সাথে আলোচনা শুরু করার আহ্বান জানান ট্রাম্প। যদিও ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি দেশের অর্থনীতিকে আবারো সফলতার পথে এগিয়ে নেবে বলে মনে করেন রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি হ্যারিস।
প্রথম প্রান্তিকে দেশের অর্থনীতিতে ইতিবাচক অগ্রগতি দেখা গেলেও পরের প্রান্তিকে কঠোর শুল্কনীতির নেতিবাচক প্রভাব দৃশ্যমান হয়ে উঠবে বলে মনে করেন আইবিএমের ভাইস চেয়ারম্যান। চায়না থেকে পণ্য আমদানিতে আট সপ্তাহ পর্যন্ত সময় লাগে উল্লেখ করে গ্যারি কন জানান, যেসব আমদানি পণ্য চায়না থেকে অ্যামেরিকার পথে আছে তার সরবরাহ শেষ হয়ে গেলেই সংকট দেখা দিতে পারে।
আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশের সরবরাহ ব্যবস্থায় সংকট দেখা দিতে পারে আশংকা জানিয়ে কন বলেন, কারণে ছোট এবং মাঝারি পর্যায়ের ব্যবসায়ীরা চায়না থেকে পণ্য আমদানির বিকল্প খুঁজে বের করার চেষ্টা করবেন। এতে, আমদানি নির্ভর ছোট এবং মাঝারি পর্যায়ের ব্যাবসায় নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশংকা জানান তিনি।
এদিকে চায়নার সাথে বাণিজ্যিক সম্পর্কে অস্থিতিশীল পরিস্থিতির জেরে কয়েক সপ্তাহের মধ্যেই স্কুল শিক্ষার্থীদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দেবে বলে আশংকা জানান ট্রেড ওয়ার বইয়ের লেখক লরি অ্যান ল্যাকোকু। বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই নিত্যপণ্যের স্টোরগুলোতেও সরবরাহ সংকট শুরু হবে।
যদিও ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের পরিকল্পনা দেশের অর্থনীতিকে আবারো সফলতার পথে এগিয়ে নেবে বলে মনে করেন রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি হ্যারিস। বিচক্ষণ শুল্ক পরিকল্পনার কারণে দেশে নতুন কর্মসংস্থানের সুযোগ বেড়েছে বলেও দাবি করেন তিনি।
শুল্ক আরোপের সুফল পেতে দেশের মানুষকে আরো কিছু সময় ধৈর্য্য ধরতে হবে জানিয়ে হ্যারিস বলেন, বেশিরভাগ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে ট্রাম্প প্রশাসন বদ্ধপরিকর।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply