ডেস্ক রিপোর্ট :
টেসলায় অব্যাহত ক্ষতির মুখে ডৌজের দায়িত্ব থেকে আংশিকভাবে সরে আসার কথা জানালেন কোম্পানির প্রধান নির্বাহী ইলন মাস্ক। মঙ্গলবার বিনিয়োগকারীদের এমন প্রতিশ্রুতি দিলেন তিনি। ইলন মাস্ক জানান, ডৌজের অধিকাংশ কাজ গুছিয়ে আনা হয়েছে এবং আগামী মাস থেকেই নিজের কার কোম্পানিতে বেশি সময় দেবেন। যাতে করে খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারে টেসলা। সেই সাথে প্রেসিডেন্টের ট্রাম্প যাতে অতিরিক্ত শুল্কনীতি থেকে সরে আসেন সেই চেষ্টাও চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেছেন।
ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা ডৌজের কর্মকাণ্ড নিয়ে বিতর্কের শেষ নেই। সরকারি ব্যয় সংকোচন এবং ফেডারেল কর্মী কাটছাঁটে নজিরবিহীন উদ্যোগ নিয়ে রীতিমতো ত্রাস সৃষ্টি করেন এই টিমের প্রধান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। কিন্তু প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দোসরা এপ্রিল বিশ্বজুড়ে শুল্কারোপ করলে ব্যবসায়ি মাস্কের মাথায় আকাশ ভেঙে পড়ে। অবশ্য এর শুরুটা হয়েছিলো নির্বাচনের দিন থেকে। তার কারণেই টেসলার ব্র্যান্ডের সুনাম ক্ষুণ্ণ হয়েছে এবং এখন পরযন্ত ১৩০ বিলিয়ন ডলার ক্ষতির মধ্যে পড়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মাস্কের স্ত্রী এবং সন্তান প্রতিপালন নিয়েও প্রশ্ন তোলে। ঘরে-বাইরে বিতর্কের রেশের পাশাপাশি ব্যবসায়িক সাম্রাজ্যও যখন ক্রমশ হেলে পড়ার উপক্রম হয়ে উঠেছে তখন যেন হুশ আসতে শুরু করেছে ইলনের। মঙ্গলবার তিনি বিনিয়োগকারীদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন।
বলেছেন, টেসলায় অব্যাহত ক্ষতির মুখে ডৌজের দায়িত্ব থেকে আংশিকভাবে সরে যাচ্ছেন তিনি।জানালেন ডৌজের অধিকাংশ কাজ গুছিয়ে আনা হয়েছে এবং আগামী মাস থেকেই নিজের কার কোম্পানিতে বেশি সময় দেবেন। যাতে করে খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারে টেসলা।
টেসলার প্রধান নির্বাহী আরো জানালেন, প্রেসিডেন্টের অনুমতি সাপেক্ষে ডৌজের কাজে সপ্তাহে দুই/একদিন সময় দেবেন। বাকী পুরো মনোযোগ থাকবে নিজের ব্যবসায়। সেই সাথে ট্রাম্প যাতে অতিরিক্ত শুল্কনীতি থেকে সরে আসেন সেই চেষ্টাও চালিয়ে যাবেন বলে অঙ্গীকার করেছেন মাস্ক।
মঙ্গলবার রাতে বিশ্বখ্যাত এই কোম্পানির এক রিপোর্টে উঠে এসেছে গতবছরের তুলনায় চলতিবছরের আয় ৭১ শতাংশ কমেছে। এদিকে নিউ ইয়র্কের ম্যানহাটনে টেসলার শো রুমে ভাঙচুর চালিয়েছে কিছু মানুষ। তারা সেখানে মাস্ক এবং ডৌজ বিরোধী গ্রাফিতি আঁকে।
ওদিকে ডৌজ ছেড়ে টেসলায় আত্মনিয়োগে ইলন মাস্কের ঘোষণার পর পরই ঘুরে দাঁড়াতে শুরু করেছে কোম্পানিটির শেয়ার মূল্য। অন্যদিকে সিএনবিসির এক জরিপে উঠে এসেছে দেশের অর্ধেকের মত জনগোষ্ঠী টেসলা এবং মাস্কের বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করেন।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply