পাকিস্তানিদের ভিসা বাতিল,ভারত ছাড়ার নির্দেশ মোদির

ডেস্ক রিপোর্ট :
জম্মু ও কাশ্মিরে বন্দুকধারীদের হামলার জেরে পাকিস্তান প্রসঙ্গে একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তানি নাগরিকদের ভারতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে ভিসাও। ভারতে থাকা পাকিস্তানিদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। বাতিল হয়েছে সিন্ধু পানি চুক্তি।

বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে মঙ্গলবার পেহেলগামের বৈসারন নামক এলাকায় অতর্কিতে হামলা চালায় বন্দুকধারীরা। হামলায় ২৬ জন নিহত হয়। আহত বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামে এক সংগঠন এর দায় স্বীকার করেছে। সংগঠনটির সাথে পাকিস্তানের সম্পর্ক আছে বলে গণমাধ্যমগুলোতে বলা হয়।

নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিসরি জানান, পেহেলগাম হামলার তীব্র প্রতিবাদ করে ভারত বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

মিসরি জানান, এই মুহূর্ত থেকে সিন্ধু পানিচুক্তি বাতিল করা হলো। বন্ধ হয়ে যাবে ওয়াঘা-আটারি সীমান্ত। ওই সীমান্ত দিয়ে পাকিস্তানে যাওয়া ভারতীয়দের আগামী ১ মে এর মধ্যে ফিরতে হবে।

তিনি আরও জানান, বাতিল করা হয়েছে পাকিস্তানিদের ভিসা। ভারতে থাকা পাকিস্তানিদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে। এছাড়া দুই হাইকমিশন থেকেই সরিয়ে নেওয়া হবে সামরিক পরামর্শদাতাদের।

১৯৬০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান সিন্ধু নদীর পানি চুক্তিতে সই করেছিলেন। ওই চুক্তির বাতিলের বিষয়টিকে বেশ কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ওই চুক্তিতে দুই দেশের মধ্য দিয়ে প্রবাহিত সিন্ধু নদীর পানি উভয়পক্ষই ব্যবহার করছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *