ডেস্ক রিপোর্ট :
ট্রাম্প বলেছেন, ইরানে হামলা নিয়ে তাড়া নেই তার। পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির জেরে ইরানের ওপর হামলার বিষয়ে বৃহস্পতিবার নিজের অবস্থান ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
তিনি বলেছেন, ইরানে হামলা নিয়ে তাড়া নেই তার। রয়টার্স জানায়, ইতালির রাজধানী রোমে অ্যামেরিকা-ইরান আলোচনার এক দিন আগে হামলার বিষয়ে উল্লিখিত বক্তব্য দিলেন ট্রাম্প। ইরানের ওপর সম্ভাব্য ইযরায়েলি হামলা নিয়ে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সে পরিকল্পনা আটকে দিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে রিপাবলিকান প্রেসিডেন্ট বলেন, ‘আমি বলব না যে, (হামলার পরিকল্পনা) এড়িয়ে গেছি। এটি (হামলা) করতে আমার তাড়া নেই। কারণ আমি মনে করি, ইরানের সামনে মহান দেশ হওয়ার সুযোগ আছে।’ ইরানের পরমাণু সমৃদ্ধকরণ সীমিত করা নিয়ে একটি চুক্তিতে দরকষাকষির অংশ হিসেবে ট্রাম্প দেশটির পারমাণবিক ক্ষেত্রগুলোতে সম্ভাব্য ইযরায়েলি হামলা প্রতিহত করেছেন বলে বুধবার এক প্রতিবেদনে জানায় নিউ ইয়র্ক টাইমস।
ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা ও অন্যদের উদ্ধৃত করে সংবাদমাধ্যমটি জানায়, মে মাসে ইরানের পরমাণু ক্ষেত্রগুলোতে হামলার পরিকল্পনা করে ইযরায়েল। এর মধ্য দিয়ে তেহরানের পরমাণু অস্ত্র তৈরি আরও এক বছর বা তার বেশি সময় পিছিয়ে দিতে চেয়েছিল তেল আবিব।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, শুধু ইরানের প্রতিশোধ থেকে ইযরায়েলকে বাঁচাতে নয়, তেহরানের ওপর তেল আবিবের হামলা সফল করতে অ্যামেরিকার সহায়তা দরকার। কয়েক মাস ধরে অভ্যন্তরীণ বিতর্কের পর ইরানের ওপর সামরিক পদক্ষেপের পরিবর্তে সমঝোতার পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন ট্রাম্প।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply