হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ‘তামাশার’ জায়গা বললেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে ‘তামাশার’ জায়গা বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক তদারকি মানতে অস্বীকৃতি জানানোয় তাদের সরকারি গবেষণা চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন তিনি।

স্থানীয় সময় বুধবার (১৬ এপ্রিল) ডোনাল্ড ট্রাম্প তার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এসব কথা বলেন। খবর এএফপির।

মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবাকে (আইআরএস) আনুষ্ঠানিকভাবে হার্ভার্ডের কর-মুক্ত মর্যাদা বাতিল করার আহ্বান জানিয়েছে।

ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘হার্ভার্ডকে আর শিক্ষার জন্য উপযুক্ত স্থান হিসেবে বিবেচনা করা যাবে না। একইসঙ্গে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয় বা কলেজের কোনো তালিকায় এটিকে বিবেচনা করা উচিত নয়।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘হার্ভার্ড একটি তামাশা, যেখানে ঘৃণা ও বোকামি শেখানো হয়, তাদের ফেডারেল তহবিল পাওয়া উচিত নয়।’

ট্রাম্প এই বিখ্যাত বিশ্ববিদ্যালয়টিতে ভর্তির নিয়ম, শিক্ষক নিয়োগ ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির বিষয়ে সরকারি নিয়ন্ত্রণ চাপাতে চেয়েছিলেন, হার্ভার্ড তা সরাসরি প্রত্যাখ্যান করেছে। এতে তিনি ক্ষুব্ধ হয়েছেন  বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়সহ কিছু প্রতিষ্ঠান ট্রাম্প প্রশাসনের কিছু দাবি মেনে নিয়েছে। তবে হার্ভার্ড কঠোর অবস্থান নিয়েছে। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট অ্যালান গারবার বলেন, ‘বিশ্ববিদ্যালয় তার স্বাধীনতা বা সাংবিধানিক অধিকার নিয়ে কোনো আলোচনা বা দর-কষাকষি করবে না।’

১৬২ জন নোবেল বিজয়ী হার্ভার্ডের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক বা গবেষক ছিলেন।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *