ভুলক্রমে বিতাড়িত গার্সিয়াকে নিয়ে যা বলল হোয়াইট হাউজ

ডেস্ক রিপোর্ট :
গার্সিয়ার বিষয়ে বুধবার প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউযের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, ভুলক্রমে বিতাড়িত ব্যক্তিটি ‘ম্যারিল্যান্ডের একজন বাবা নন’। ভুলক্রমে বিতাড়িত এক স্যালভাদরানের মুক্তির দাবি নিয়ে এল স্যালভাদর সফরে যাওয়া ডেমোক্র্যাটিক সেনেটর ক্রিস ভ্যান হলেনের সমালোচনা করেছে হোয়াইট হাউয।

ওয়াশিংটন থেকে স্যালভাদরে পাঠানো কিলমার অ্যাব্রেগো গার্সিয়াকে দেশটির কুখ্যাত এক কারাগারে রাখা হয়েছে। গার্সিয়ার বিষয়ে বুধবার প্রেস ব্রিফিংয়ে হোয়াইট হাউযের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, ভুলক্রমে বিতাড়িত ব্যক্তিটি ‘ম্যারিল্যান্ডের একজন বাবা নন’।

তার অভিযোগ, গার্সিয়া গ্যাং দল এমএস-১৩-এর সদস্য। তিনি স্যালভাদর থেকে অ্যামেরিকায় কোনোভাবে ফিরে এলে ফের বিতাড়ন করা হবে। ব্রিফিংয়ের সময় লেভিটের পাশে ছিলেন ম্যারিল্যান্ডের নারী প্যাটি মরিন। তার সন্তান র‌্যাচেল মরিন নিহত হন স্যালভাদরের আরেক ব্যক্তি ভিক্টর মার্টিনেজ-হার্নান্দেজের হাতে। সম্প্রতি খুনের মামলায় দোষী সাব্যস্ত হন ভিক্টর।

লেভিটের পাশাপাশি সেনেটর ভ্যান হলেনের স্যালভাদর সফরের সমালোচনা করেন মরিন। এর আগে বুধবার এল স্যালভাদর গিয়ে সেনেটর হলেন জানান, দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিলমার অ্যাব্রেগো গার্সিয়ার সঙ্গে দেখা করতে দেয়নি তাকে।

গ্যাংসংক্রান্ত সহিংসতা থেকে বাঁচতে ১৬ বছর বয়সে গার্সিয়া এল স্যালভাদর ছাড়েন বলে জানান তার আইনজীবীরা। ২০১৯ সালে এক প্রটেকটিভ অর্ডারের মাধ্যমে তাকে অ্যামেরিকায় থাকার অনুমতি দেওয়া হয়। আইনজীবীদের দাবি, গার্সিয়ার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই। তিনি কোনো অপরাধে কখনও দোষী সাব্যস্তও হননি। গার্সিয়াকে এমএস-১৩ গ্যাংয়ের সদস্য বলে জাস্টিস ডিপার্টমেন্ট যে অভিযোগ করেছে, তা প্রত্যাখ্যান করেছেন তার আইনজীবীরা।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *