যুক্তরাষ্ট্রের নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দূতাবাসের

ডেস্ক রিপোর্ট :

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি। এই কর্মসূচিকে ঘিরে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

আজ সোমবার (৭ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ পরামর্শ দেওয়া হয়।

পোস্টে লেখা হয়েছে, গাজা পরিস্থিতিকে কেন্দ্র করে ৭ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নেতৃত্বে, বিক্ষোভ ও মিছিল অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা শহরের কেন্দ্রীয় স্থানে এই বিক্ষোভ জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

এমতাবস্থায়, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ৭ এপ্রিল তারিখে দুপুরের পর জনসাধারণের জন্য সেবা সীমিত রাখবে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য পরামর্শে বলা হয়েছে, বিক্ষোভ শান্তিপূর্ণভাবে হলেও তা উত্তেজনাপূর্ণ ও সহিংস রূপ নিতে পারে। তাই জনসমাগম এড়িয়ে চলুন এবং আশপাশের পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পুনরায় পর্যালোচনা করুন এবং স্থানীয় খবরাখবর নিয়মিত পর্যবেক্ষণ করুন।

করণীয় সম্পর্কে পোস্টে আরও লেখা হয়েছে:

বিক্ষোভস্থল এড়িয়ে চলুন

স্থানীয় সংবাদমাধ্যমের চোখ রাখুন

ভিড় এড়িয়ে চলুন

সবসময় চার্জ থাকা মোবাইল ফোন সাথে রাখুন

 

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *