ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি

ডেস্ক রিপোর্ট :

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’।  ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ১০টায় আফতাব নগরের ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই কর্মসূচি পালন করেন। একই সময় ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও নিজ ক্যাম্পাসের গেটে অবস্থান কর্মসূচি পালন করছে।

এদিকে উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরাও সকাল থেকে নিজ ক্যাম্পাসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে।

উল্লেখ্য, ইসরায়েলি হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট আহ্বানকারীদের আশা, আন্তর্জাতিক সমর্থক এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার প্ল্যাটফর্মগুলোও সোমবার এই কর্মসূচি পালন করবে। ফিলিস্তিনের জাতীয় ও ইসলামি শক্তিগুলো গতকাল রোববার এক বিবৃতিতে বৈশ্বিক এই ধর্মঘটের ডাক দেয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৭ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত ৫০ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন। আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা ৬১ হাজার ৭০০। তাদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন।

 

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *