`আমেরিকাকে নজিরবিহীন বিপদে ফেলেছে ট্রাম্প’

ডেস্ক রিপোর্ট :
ডনাল্ড ট্রাম্পের অধীনে অ্যামেরিকা নজীরবিহীন বিপদের সম্মুখিন হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স । রবিবার সিবিএস সানডে মর্নিংকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, ট্রাম্পের অনিয়মের বিরুদ্ধে মুখ খুলছেনা কংগ্রেস ও গণমাধ্যম।
দায়িত্ব গ্রহণের দুই মাস না যেতেই তুমুল সমালোচনায় বিদ্ধ হচ্ছেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শনিবার তার বিরুদ্ধে আওয়াজ তোলেন রেকর্ড সংখ্যক মানুষ। বিক্ষোভকারীরা ট্রাম্পকে অ্যামেরিকার জন্য বিপদজ্জনক হিসেবে বর্ননা করেন।

এবার বিক্ষোভকারীদের সঙ্গে সুর মিলিয়েছেন ভার্মন্টের সেনেটর বার্নি স্যান্ডার্স। রবিবার সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ট্রাম্প গণতন্ত্র নয়, দেশকে অভিজাততন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে। ট্রাম্প দেশকে নজিরবিহীন বিপদের মুখোমুখি করেছে বলেও অভিযোগ করেন স্যান্ডার্স।

তিনি বলেন, দেশের ৬০ শতাংশ মানুষ পে চেকের মাধ্যমে জীবনধারণ করে অথচ ট্রাম্প শুধু বিলিওনেয়ারদের কথাই ভাবছে, যা অত্যন্ত ভয়ের কারণ।

দেশের মানুষ বর্তমানে শুধু রাজনৈতিক সমস্যার বিরুদ্ধে লড়াই করেছ না, বরং একটি নৈতিক ও সাংবিধানিক সংকটও দেখছে বলে মত দেন স্যান্ডার্স। ডেমোক্র্যাটরা শ্রমিক নাকি ধনীদের পাশে দাঁড়াবে সেই সিদ্ধান্ত নেয়ার সময় হয়েছে বলেও জানান তিনি।

দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ট্রাম্প ও মাস্কের টাকা দিয়ে ভোট কেনা বন্ধ করার বিকল্প নেই বলেও জানান ভার্মন্ট সেনেটর।
ডনাল্ড ট্রাম্পের তৃতীয় মেয়াদে প্রার্থী হওয়ার ইচ্ছাকে সমর্থন করেন কিনা, এমন প্রশ্নের জবাবে স্যান্ডার্স বলেন, যারা সংবিধানে বিশ্বাস করেনা শুধুমাত্র তারাই এটাকে সমর্থন করবে।

২০১৬ এবং ২০২০ সালে ডেমোক্র্যাটিক মনোনয়নের জন্য লড়াই করেছিলেন বার্নি স্যান্ডার্স। ২০২৮ সালে আবারও সেই লড়াইয়ে দেখা যেতে পারে ৮৩ বছর বয়সি স্যান্ডার্সকে।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *