যেসব দেশের ওপর শুল্ক আরোপ করেননি ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :
অনেক জল্পনা-কল্পনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে পণ্য আমদানিতে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। কয়েকটি দেশের ওপর সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন তিনি। গতকাল বুধবার (২ এপ্রিল) মার্কিন যুক্তরাষ্ট্রে আমদানিকৃত প্রায় সব পণ্যের ওপর ১০ শতাংশ ‘বেসলাইন কর’ ঘোষণা করে তার পারস্পরিক শুল্ক পরিকল্পনা প্রকাশ করেছেন

এর ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ যেমন তীব্র আকার ধারণ করেছে, তেমনি উচ্চ মুদ্রাস্ফীতির পাশাপাশি দেখা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থবির হওয়ার আশঙ্কাও।  আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বার্তা সংস্থা এএফপি এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, হোয়াইট হাউস রোজ গার্ডেনে নিজের বক্তৃতায় ডোনাল্ড ট্রাম্প চীন, ভারত, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নসহ প্রধান মার্কিন বাণিজ্য অংশীদারদের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের নির্দিষ্ট বিবরণসহ একটি চার্ট উঁচিয়ে ধরেছিলেন। তবে, কার্যত সমগ্র বিশ্বকে অন্তর্ভুক্ত করে এমন তালিকা থেকে বাদ পড়েছে রাশিয়া, কানাডা, মেক্সিকো, উত্তর কোরিয়া, বেলারুশ, কিউবাসহ আরও কয়েকটি দেশ।

মার্কিন যুক্তরাষ্ট্র এখনও মরিশাস বা ব্রুনাইয়ের মতো দেশগুলোর তুলনায় রাশিয়ার সঙ্গেও বেশি বাণিজ্য করে থাকে। তবে মরিশাস বা ব্রুনাই শুল্ক তালিকায় থাকলেও নেই রাশিয়া। এমনকি যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনও ট্রাম্পের এই শুল্ক তালিকায় রয়েছে।

তালিকা থেকে রাশিয়ার অব্যাহতি অনেককেই অবাক করে দিয়েছে। কারণ, মস্কো শিগগিরই ইউক্রেনে যুদ্ধ শেষ করতে ব্যর্থ হলে রাশিয়ার তেলের ওপর অতিরিক্ত নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিলেন ট্রাম্প।

এ ছাড়া, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ইউক্রেন ইস্যুতে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘খুবই রাগান্বিত’ এবং ‘বিরক্ত’।

এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট অ্যাক্সিওসকে বলেন, রাশিয়া ট্রাম্পের শুল্ক তালিকায় নেই।

তবে প্রতিবেশী দুই দেশ—কানাডা ও মেক্সিকোর পণ্যের ওপর আগেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া কানাডার জ্বালানির ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

অন্য দেশগুলোর ওপর শুল্ক আরোপ না করার কারণ হিসেবে ক্যারোলাইন লেভিট জানান, এসব দেশের ওপর যুক্তরাষ্ট্র আগে থেকেই বড় ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। ফলে দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য খুব একটা হচ্ছে না। এ কারণেই দেশগুলোর ওপর নতুন করে শুল্ক আরোপ করা হয়নি।

এটিভি বাংলা / হৃদয়


by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *