মোদিকে ‘ভালো বন্ধু’ ডেকে ভারতের সমালোচনায় ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার (২ এপ্রিল) ভারতের ওপর ২৬ শতাংশ ‘ছাড়যুক্ত পারস্পরিক শুল্ক’ আরোপের ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘ভালো বন্ধু’ উল্লেখ করলেও ভারতের শুল্ক নীতির কঠোর সমালোচনা করেছেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত খুবই কঠিন। খুবই কঠিন। প্রধানমন্ত্রী (মোদি) সবেমাত্র এখান থেকে গেছেন। তিনি আমার দারুণ বন্ধু, কিন্তু আমি তাকে বলেছি, ‘তুমি আমার বন্ধু, কিন্তু আমাদের সাথে ঠিক আচরণ করছ না।’

ভারতের শুল্ক নীতির কড়া সমালোচনা

ট্রাম্প দাবি করেন, ভারত যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ৫২ শতাংশ শুল্ক ধার্য করে, যেখানে যুক্তরাষ্ট্র বহু বছর ধরে ভারতীয় পণ্যের ওপর প্রায় কিছুই নেয়নি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আপনাদের বুঝতে হবে, আমরা ভারতকে শুল্কহীন সুবিধা দিয়ে আসছি বহু বছর ধরে। আমি যখন সাত বছর আগে ক্ষমতায় আসি, তখনই চীনের সঙ্গে কঠোর নীতি গ্রহণ করি এবং চীন থেকে শত শত বিলিয়ন ডলার শুল্ক আদায় করেছি।’

ট্রাম্প এই বক্তব্য দেওয়ার সময় একটি তালিকা হাতে ধরে ছিলেন, যেখানে বিভিন্ন দেশের ওপর ধার্য করা শুল্কের হার উল্লেখ ছিল।

মোদির সাম্প্রতিক মার্কিন সফর ও ট্রাম্পের অভিযোগ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরে গিয়েছিলেন, যা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শপথ নেওয়ার এক মাসের মধ্যেই অনুষ্ঠিত হয়।

ট্রাম্প অতীতেও ভারতকে ‘ট্যারিফ কিং’ (শুল্ক রাজা) এবং ‘বড় দুর্ব্যবহারকারী’ বলে অভিহিত করেছেন। ১৩ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে মোদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছিলেন, ‘ভারত শুল্ক আরোপে খুব কঠোর। আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু এটি ব্যবসার ভিন্ন একটি পদ্ধতি। ভারতে পণ্য বিক্রি করা খুব কঠিন, কারণ তাদের শুল্ক ও বাণিজ্য বাধাগুলো খুবই কঠোর।’

যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য বৈষম্যের অভিযোগ

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি প্রায় ১০০ বিলিয়ন ডলার। তিনি বলেন, ‘মোদির সঙ্গে আমি একমত হয়েছি যে, এই দীর্ঘদিনের বৈষম্য দূর করতে হবে। এটি গত চার বছর আগেই ঠিক করা উচিত ছিল, কিন্তু তা করা হয়নি।’

ট্রাম্প আরও জানান, ‘আমরা একটি চুক্তি সই করতে চাই যা উভয় দেশের জন্য সমান সুযোগ নিশ্চিত করবে। আমরা মনে করি, এটি আমাদের ন্যায্য অধিকার, এবং মোদিও এতে একমত। তাই আমরা এটি নিয়ে খুব কঠোর পরিশ্রম করব।’

নতুন শুল্কের পক্ষে ট্রাম্পের যুক্তি

নতুন শুল্ক আরোপের ঘোষণা দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমরা আমাদের বাণিজ্য অংশীদারদের প্রতি খুবই সদয় ছিলাম। কিন্তু এখন তাদের ওপর প্রায় অর্ধেক শুল্ক ধার্য করব, যতটা তারা আমাদের পণ্যের ওপর আরোপ করে।’

ট্রাম্পের এই শুল্ক নীতির কারণে ভারত-মার্কিন বাণিজ্য সম্পর্কে নতুন টানাপোড়েন শুরু হতে পারে, বিশেষ করে যখন উভয় দেশ একটি ন্যায্য বাণিজ্য চুক্তির জন্য আলোচনায় রয়েছে।

এটিভি বানলা / হৃদয়

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *