ডেস্ক রিপোর্ট :
গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথের সাতখামাইরে ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, ময়মনসিংহগামী মহুয়া কমিউটার ট্রেনের একটি বগিতে হঠাৎ আগুন ধরে যায়। এলাকাবাসী আগুন দেখতে পেয়ে ট্রেন থামানোর জন্য হাতুড়ি দিয়ে পিটিয়ে পিছনের জেনারেটর বগিটি খুলে দেয়। ফলে ট্রেন থেকে আগুন লাগা বগিটি আলাদা হয়ে যায়। এ কারণেই যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে শ্রীপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।
তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। ট্রেনে আগুনের কারণে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে বর্তমানে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply