শাকিব খানের ‘বরবাদ’-এর দুই দিনের আয় কতো?

ডেস্ক রিপোর্ট :
এবারের ঈদুল ফিতরের সিনেমাগুলো নিয়ে বেশ ভালোই সাড়া পাচ্ছেন এর নির্মাতা, অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে কলা-কুশলীরা। ছয়টির মধ্যে ৫টি ছবিরই (অন্তরাত্মা ছাড়া) প্রশংসা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ছবি দেখে বেরিয়ে দর্শক মুগ্ধতার কথা জানাচ্ছেন গণমাধ্যমের ক্যামেরায়। এরমধ্যে শাকিব খানের ‘বরবাদ’ নিয়ে আগ্রহ তুলনামূলক বেশি। ছবিটির বেশিরভাগ শো-ই হাউজফুল হচ্ছে।

তাই ছবিটির আয় কতো হলো দু’দিনে তা জানার ব্যাপারেও আগ্রহ রয়েছে অনেকের। কারণ এই ছবিটিই সবচেয়ে বেশি সংখ্যক সিনেমা হলে মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, হল মালিকরা বেশ মোটা অংকের বুকিং মানি দিয়ে ছবিটি তাদের হলে চালাচ্ছে।

সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স- সবমিলিয়ে শতাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। তবে সিঙ্গেল স্ক্রিন থেকে দুই দিনে ‘বরবাদ’ কতো টাকা আয় করলো তা সহজে জানার সুযোগ খুব একটা নেই। কিন্তু মাল্টিপ্লেক্সে ছবিটি দুই দিনে কতো আয় করেছে তা জানা গেছে। একটি ফটোকার্ড শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেত্রী ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ।

তাতে উঠে এসেছে মাল্টিপ্লেক্সে ‘বরবাদ’ ছবির দু’দিনের গ্রস আয়ের চিত্র। দেখা যাচ্ছে ছবিটি দু’দিনে মোট ৭২ লক্ষ ৬১ হাজার টাকা আয় করেছে। এতে প্রথম দিনে ‘বরবাদ’-এর আয় ছিলো ২৮ লক্ষ ৩০ হাজার টাকা, আর দ্বিতীয় দিনে তা বেড়ে দাঁড়ায় ৪৪ লক্ষ ৩১ হাজার টাকা।

এদিকে ছবিটি দেখে ফেসবুকে রিভিউ দিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি লিখেছেন, ‘এটা কোন রিভিউ না, আমার অনুভব। ঈদে শাকিব খানের সিনেমা মানেই একদম আলাদা আর স্পেশাল। কোন সিনেমার সাথেই তুলনা আসে না। এটা কিন্ত আমার একার কথা না, এটা প্রমাণিত। বরবাদ হচ্ছে ম্যাস অডিয়েন্সের গল্প, অ্যাকশন, গ্লামার, রোমান্স, এগ্রেসিভ, ভায়োলেন্স (যদিও আমি অতি ভায়োলেন্সের পক্ষে না) এবং শেষে সামাজিক ম্যাসেজসমৃদ্ধ একটি ওয়েল মেইড অসাধারণ এরেঞ্জমেন্টাল সিনেমা। আরিয়ান মির্জা চরিত্রে শাকিব খানের এমন প্রেজেন্টেশন বা লুক তার ক্যারিয়ারে আমি এর আগে কখনই দেখিনি। তুখোড় অভিনেতা শাকিব খান এই বরবাদে আমার কাছে এ যাবতকালের তার বেষ্ট অ্যাক্টিং, বেষ্ট লুক, বেষ্ট চার্মিং এবং গ্রেসফুল। এক কথায় দুর্দান্ত। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের কাজ আমি এর আগে দেখেছি। জানেন তো আপনি অনেক ভাগ্যবান। কারণ, আপনি একজন ভালো প্রডিওসার পেয়েছেন। যার জন্যে গ্লোবাল মেগাষ্টার শাকিব খানকে পেয়ে আপনার সুন্দর ভাবনা, গল্পকে কাজে লাগিয়েছেন। বরবাদে সুন্দর একটা টান টান গল্প আছে। পরিচালকের কাষ্টিং দারুণ। ইধিকা পাল আর শাকিব খানের কেমিষ্ট্রি অসাধারণ। অন্যান্য চরিত্রে সবাই, এরেঞ্জমেন্ট, এডিটিং, সিনেম্যাটাগ্রাফি, ফাইটিং, সেট, কষ্টিউম, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব ভালো। নেপথ্যের সবাইকে ধন্যবাদ।’

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *