দুই দিনেই সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিবের ঈদের সিনেমা

ডেস্ক রিপোর্ট :
এবার ঈদে শাকিব খানের দুইটি সিনেমাসহ মোট ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। তার মধ্যে সর্বশেষ যোগ হয় শাকিব খানের ‘অন্তরাত্মা’। সিনেমাটি নিয়ে সেভাবে কোনো প্রচারণা ছিল না। শাকিব খানসহ সিনেমার অন্য তারকাদেরও সিনেমাটি নিয়ে সেভাবে প্রচারণা করতে দেখা যায়নি। তারপরও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ২১ প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। স্টার সিনেপ্লেক্সে এখন ওয়াজেদ আলী পরিচালিত সিনেমাটির কোনো প্রদর্শনী নেই।

আজ বুধবার (০২ এপ্রিল) সকালে জানা গেল, মুক্তির দ্বিতীয় দিনে সিনেপ্লেক্স থেকে নামিয়ে ফেলা হয়েছে শাকিব খানের ‘অন্তরাত্মা’।

ঈদকে ঘিরে শাকিব খানের দু‘টি সিনেমার প্রযোজকই আশায় বুক বেঁধেছিলেন। তবে শাকিব ভক্তরা বেছে নিয়েছেন বড় বাজেটের সিনেমা ‘বরবাদ’, অন্যদিকে ব্যবসায়িক খরায় ধুঁকছে ‘অন্তরাত্মা’।

মুক্তির দ্বিতীয় দিনে স্টার সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয় সিনেমাটি, সিঙ্গেল স্ক্রিনেও আশানুরূপ ব্যবসা করতে পারছে না এটি। দেশের সবচেয়ে বড় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সের দুটি শাখায় মুক্তি পেয়েছিল ‘অন্তরাত্মা’।

এপ্রিলের ৩ তারিখ পর্যন্ত প্রকাশিত সূচিতে বসুন্ধরা সিটি ও সনি স্কয়ারে দুটি করে প্রদর্শনী পায় সিনেমাটি। তবে দর্শকদের সাড়া না পাওয়ায় নির্ধারিত দিনের এক দিন আগেই নামিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি।

স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ আহমেদ বলেন, ‘কোনো সিনেমা যদি দর্শক টানতে না পারে, আমরা তা নামিয়ে দর্শকের পছন্দের তালিকায় থাকা সিনেমার শো বাড়িয়ে দিই। ‘‘অন্তরাত্মা”নেমে যাওয়ায় বাকি সিনেমার শো বেড়েছে।’ এ তালিকায় আছে শাকিব খান অভিনীত ‘বরবাদ’ ছবিটি, প্রদর্শনী বেড়েছে এ সিনেমার।

এবারের ঈদে আরও মুক্তি পেয়েছে ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বীন-৩’, ‘চক্কর ৩০২’ সিনেমা।

এটিভি বাংলা/ হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *