জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট :
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রধান কাজ হলো জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করা। যা করছে বিএনপি। সেই সঙ্গে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে নিজ দলের নেতাকর্মীদের সঙ্গেও সুসম্পর্ক তৈরি করছে বিএনপি।’

ঈদের দ্বিতীয় দিনে আজ মঙ্গলবার (১ এপ্রিল) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভার আগে মির্জা ফখরুল সাংবাদিকদের এ কথা বলেন।

প্রধান উপদেষ্টার চীন সফর বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘প্রধান উপদেষ্টার চীন সফর আমাদের বড় সাফল্য। কারণ ইতিপূর্বে আওয়ামী লীগ সরকারের আমলে একতরফাভাবে একটি দলের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন চীন। তবে এই সরকারের পরিবর্তনের সঙ্গে চীন তার চিন্তা-ভাবনাগুলো পরিবর্তন করেছে। তারা এখন সব রাজনৈতিক দলগুলোর সঙ্গেই কথা বলছেন। আগামী দিনগুলোতে চীন বাংলাদেশের উন্নয়নের জন্য উপকার বয়ে আনবে।’

বিএনপির মহাসচিব বলেন, সংস্কার আর নির্বাচন আলাদা জিনিস নয়। সংস্কার সংস্কারের মতো চলবে। নির্বাচন নির্বাচনের মতো চলবে। এছাড়া সংস্কার প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করেই বিএনপি মতামত দিয়েছে বলেও জানান তিনি।

আলোচনা শেষে দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মির্জা ফখরুল।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

, ,

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *