ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে যেসব সিনেমা

ডেস্ক রিপোর্ট :

ঈদকে কেন্দ্র করে দেশের বিনোদন অঙ্গনের লেগেছে আনন্দের ছোঁয়া। দেশের প্রেক্ষাগৃহে প্রতি বছর দুই ঈদে একসঙ্গে একাধিক ছবি মুক্তির হিড়িক পড়ে যায়। বছরের অন্য সময়ের তুলনায় ঈদে তুলনামূলক দর্শকদের আনাগোনা বেড়ে যায়। এবারের ঈদে মুক্তির মুক্তি পেয়েছে ৬টি ছবি। ছবিগুলো হলো- ‘বরবাদ’, ‘দাগি’, ‘জংলি’, ‘জ্বিন ৩’, ‘চক্কর ৩০২’ ও  ‘অন্তরাত্মা’।

চলচ্চিত্র প্রযোজক- পরিবেশক সমিতির তথ্যমতে, দেশে নিয়মিত ও অনিয়মিত সব মিলিয়ে প্রেক্ষাগৃহের সংখ্যা ১৭০ থেকে ১৮০ হতে পারে। সেখানে ছয়টি সিনেমার প্রেক্ষাগৃহ নিয়ে তুমুল প্রতিযোগিতা করতে হয়েছে। তাই অনেক সিনেমা শেষ মুহূর্তে মাল্টিপ্লেক্স টার্গেট করে মুক্তি দেওয়া হয়েছে।

মালিকদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ দেখা গেছে শাকিব খানের ‘বরবাদ’ ছবিটি নিয়ে। সিনেমাটি খুব ভালো ব্যবসা করবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

বরবাদ : এবার দর্শকের আগ্রহের শীর্ষে রয়েছে শাকিব খানের ‘বরবাদ’। এটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। পোস্টার, টিজার ও গানে দর্শক মাতিয়েছে। ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

তবে ছবিটির বুকিং মানি সবচেয়ে বেশি। সিনেমার প্রযোজক সূত্রে জানা যায়, বরবাদের জন্য ১২০ প্রেক্ষাগৃহ চূড়ান্ত করা হয়েছে।

দাগি : ‘দাগি’ সিনেমা মাধ্যমে দীর্ঘ বিরতির পর আবার সিনেমায় ফিরছেন ছোটপর্দাও অভিনেতা আফরান নিশো। এটি তার দ্বিতীয় সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। এতে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল।

জংলি : সিয়াম আহমেদ, শবনম বুবলী ও দীঘি অভিনীত ‘জংলি’ সিনেমাটি আপাতত মাল্টিপ্লেক্সের সব শাখায় মুক্তি পেয়েছে। সিনেমার মেরিট ভালো হলে পরের সপ্তাহে সিনেমা হলসংখ্যা বাড়বে। বিদেশেও মুক্তির ব্যাপারেও চুক্তি করা হয়েছে। সিয়াম আহমেদের লুক এবং গানের জনপ্রিয়তা ইতিমধ্যে দর্শকমহলে আলোচনায় এসেছে। অনেকেই এই সিনেমাটি থেকে চমক প্রত্যাশা করছেন। বিশেষ করে সিয়ামের কামব্যাক নিয়ে দর্শকদের প্রত্যাশা অনেক বেশি।

অন্তরাত্মা : এবার ঈদে শাকিব খান অভিনীত আরেকটি ছবি ‘অন্তরাত্মা’ মুক্তি পেয়েছে। যা চার বছর আগে মুক্তি পাবার কথা ছিল। সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক। সিনেমাটি ১৩টি সিঙ্গেল স্ক্রিন ও ৮টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। ঈদের পরের সপ্তাহে নজর প্রযোজকের।

জ্বিন ৩ : জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ‘জ্বিন ৩’। জাজ মাল্টিমিডিয়া তাদের প্রযোজিত সিনেমা এর আগে একাধিক সিনেমা হলে মুক্তি দিলেও এবার ‘জ্বীন-৩’ শুধুই মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে। ভৌতিক গল্পের এই সিনেমায় জুটি বেঁধেছেন আবদুন নূর সজল ও নুসরাত ফারিয়া। ইতিমধ্যে এর গান ‘কন্যা’ আলোড়ন তুলেছে।

চক্কর ৩০২ : এবারের ঈদে অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন পরিচালিত সরকারি অনুদানের ‘চক্কর ৩০২’ সিনেমাটি মুক্তি পাচ্ছে। তাদের ব্যবসায়িক কৌশল তৃতীয় সপ্তাহকে ঘিরে। বর্তমানে সিনেপ্লেক্সের সব কটি শাখা, যমুনা ও লায়নে সিনেমাটি মুক্তি পেয়েছে।  এর মূল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। প্রচার কম হলেও ছবির টিজার আলোচনার জন্ম দিয়েছে।

এটিভি বাংলা / হৃদয়


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *