ডেস্ক রিপোর্ট :
ব্রুকলিনের ম্যাকডোনাল্ড এভিনিউ মাঠে অনুষ্ঠিত হলো নিউ ইয়র্কের সবচেয়ে বড় ঈদের জামাত। প্রায় সাত হাজার মুসল্লি অংশ নিয়েছেন এই জামাতে। হাফেজ নাজমুস সাকিবের ইমামতিতে অনুষ্ঠিত এই নামাজের মুসল্লিদের অধিকাংশই অ্যামেরিকান বাংলাদেশি। ঈদের এই দিনে সবার কণ্ঠেই ছিলো সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গড়ার প্রত্যয়। এক মাস সিয়াম সাধনার পর ঈদের জামাতে অংশ নিতে বেশ আগে-ভাগেই সবাই আসেন ঈদগাহে। সময়ের আগেই কানায় কানায় পূর্ণ ব্রুকলিনের ম্যাকডোনাল্ড এভিনিউর মাঠ। বাইতুল জান্নাহ জামে মসজিদ এবং কমিউনিটি সেন্টারের ব্যবস্থাপনায় ঈদুল ফিতরের জামাতের ইমামতি করেন চার বারের বিশ্ব সেরা হাফেজ নাজমুস সাকিব।
সব বয়সী মুসল্লীর অংশগ্রহণে নির্দিষ্ট সময়ে শুরু হয় ঈদের জামাত। নামাজ শেষে মহান আল্লাহর কাছে শুকরিয়া করে মোনাজাত করা হয়। দেশও মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করেন সবাই। জামাত শেষে সেই চিরচেনা ঈদ কোলাকুলির মাধ্যমে পূর্ণতা মেলে ঈদুল ফিতরের।
অর্ধেকেরও বেশি বাংলাদেশি অ্যামেরিকান মুসল্লিদের অংশগ্রহণ যেনো মনে করিয়ে দেয় উৎসবপ্রেমী বাংলাদেশের ঈদ জামাতের একখন্ড চিত্র। সব ভেদাভেদ ভুলে স্নেহ-ভালোবাসার মিশেলে ঈদ উৎসবের সব আনন্দ বার্তা ছড়িয়ে পড়ুক নিউ ইয়র্কের সব বাংলাদেশির ঘরে ঘরে, এমনটাই প্রত্যাশা সবার।
এটিভি বাংলা / হৃদয়
Leave a Reply